NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় চীনের বিশেষ দূত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৪ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় চীনের বিশেষ দূত

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের বিশেষ দূত দেং শিজুন। তিন দিনের সফরে তিনি গত রবিবার ঢাকায় আসেন। সোমবার (৩১ জুলাই) তিনি ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের বিশেষ দূতের এ সফর, সাক্ষাৎ ও বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ, চীন কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকায় আলোচনাগুলোতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ, বিশেষ করে পাইলট প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগে মিয়ানমার সফর করেন চীনের বিশেষ দূত।

ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় বাংলাদেশ ও মিয়ানমার সীমিত পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে।

এ বছর বর্ষা শুরুর আগেই প্রত্যাবাসন শুরু হওয়ার চেষ্টা ছিল। কিন্তু তা শুরু করা যায়নি। আগামীতে প্রত্যাবাসন শুরুর জন্য আলোচনা চলছে। 

 

তবে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখনই প্রত্যাবাসন শুরুর বিরূদ্ধে।

তারা মনে করে মিয়ানমার পরিস্থিতি এখন প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। বাংলাদেশ জোর দিয়ে বলেছে, প্রত্যাবাসন হবে স্বেচ্ছায়। কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না।