NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ পিএম

>
কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের

প্রতিপক্ষ দলে সবচেয়ে বড় খেলোয়াড়কে আটকাতে নানা কৌশল ছকে থাকেন কোচরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের মনে হয় লিওনেল মেসি সে কাতারে পড়েন না। তাকে আটকাতে গেলে কোনো ছক, কোনো কৌশলই কাজে আসে না, তাকে রুখতে কেবল প্রার্থনাই করতে পারে প্রতিপক্ষ! সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক গুরুর সে কথা ফাঁস করলেন কিয়েরান ট্রিপিয়ার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে খেলা ইংলিশ এই ডিফেন্ডার তিন মৌসুম কাটিয়েছেন স্প্যানিশ দল অ্যাটলেটিকোয়। সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছেন, মেসিকে রুখতে গেলে কেমন অসহায় হয়ে যান সিমিওনে।

গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রিপিয়ার বলেন, ‘এটা হাস্যকর। কারণ কোচ ছিলেন সিমিওনে, আর দু’জনই ছিলেন আর্জেন্টাইন। সিমিওনে বৈঠকের আগে এটাও বলতেন, আমরা কেবল প্রার্থনাই করতে পারি, তাকে আটকাতে তেমন কিছুই করার নেই আমাদের।’ 

সিমিওনে আরও বলতেন, ‘তুমি একটা কৌশল ছকে গিয়ে তাকে আটকাতে পারো না। কারণ সে এতটাই আলাদা।’ তবে মেসির বার্সেলোনাকে পেছনে ফেলেই সবশেষ লিগটা জিতেছে ট্রিপিয়ারের দল অ্যাটলেটিকো। তিনি জানালেন, দেশের বাইরের এই লিগে, এই কোচের অধীনে খেলে অনেক কিছুই শিখেছেন।

ট্রিপিয়ারের আশা, এমনটা আরও অনেক ইংলিশ খেলোয়াড়ই করবেন। তিনি বলেন, ‘আশা করছি, আরও অনেক ইংলিশ খেলোয়াড় এমনটা করবে, কারণ আমি সিমিওনের অধীনে সেখানে খেলে অনেক কিছুই শিখেছি।’

স্পেনে থেকে জীবনবোধের শিক্ষাও পেয়েছেন, জানালেন এই ইংলিশ ফুলব্যাক। বললেন, ‘আমি নিজেকেও অনেক জেনেছি। মাঠে খেলাটা উপভোগ করা। মাঠের বাইরে জীবনটা উপভোগ করা। সেখানকার খাবার, সেখানকার আবহাওয়া, কয়েক বছরে বিষয়গুলো অবিশ্বাস্য ছিল।’