চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো তাঁদের নিজেদের দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রশংসা করেছেন। চীনের রাজধানী বেইজিংয়ে সোমবার তাঁদের বৈঠক হয়। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার কট্টর মিত্র লুকাশেংকো গত রবিবার বেইজিংয়ে যান।
চিনপিংকে লুকাশেংকো বলেন, ‘বেলারুশ চীনের নির্ভরযোগ্য অংশীদার ছিল, আছে ও থাকবে।
অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে, চিনপিং বলেছেন, লুকাশেংকোর সর্বশেষ সফরের পর থেকে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস ও আন্তর্জাতিক সহযোগিতা আরো শক্তিশালী হয়েছে।
চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন বেলারুশের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে এবং বাস্তবসম্মত সহযোগিতাকে উন্নত করতে ইচ্ছুক।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের চাপ সত্ত্বেও বেইজিং প্রকাশ্যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানায়নি। বেলারুশ রাজনৈতিক ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভর করে।