ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে সম্প্রতি ‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল’ শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে শীর্ষক দাবিতে হিন্দুস্তান টাইমস কোনো সংবাদ দেয়নি, বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এ ছাড়া ইন্টারপোল কর্তৃক কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই।
এ বিষয়ে অনুসন্ধানে হিন্দুস্তান টাইমসের ইংরেজি এবং বাংলা সংস্করণের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড এবং অ্যাডভান্স সার্চ করেও এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পায়নি রিউমর স্ক্যানার।
এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবির বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য একটি আন্তর্জাতিক নোটিশ ব্যবস্থা পরিচালনা করে। এতে রেড নোটিশ নামে একটি বিশেষ ধরনের সতর্কবার্তা জারি করা হয়। রেড নোটিশ হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, যার মাধ্যমে একটি দেশ অন্য দেশগুলোকে কোনো অপরাধীকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে সাহায্য চায়, যাতে তাকে নিজ দেশে ফিরিয়ে আনা যায়।
তা ছাড়া ইন্টারপোলের কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই।
উল্লেখ্য, গণমাধ্যম থেকে জানা যায়, গত ২১ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দাবি করেছেন। তবে, ইন্টারপোলের ওয়েবসাইটে এখন অবধি এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘হিন্দুস্তান টাইমস’কে সূত্র হিসেবে উল্লেখ করে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।