বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওই দুই শিক্ষার্থীর নাম মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার করা হয়।
আইএসপিআর আরো জানায়, অন্যজন মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩)। গত ১৯ জুলাই গুলিবিদ্ধ তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। পরে ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মো. মমিন হোসেনও সুস্থ আছেন।