নিউইয়র্ক: নিউইয়র্কে যথাযোগ্য ধর্মীয় উৎসব আয়োজনে বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল এবং কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় গত ২৫ মার্চ সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়াবাসী ছাড়াও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, কেন্দ্রীয় যুব দলের আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন সরকার, আতোয়ারুল আলম, আবু কামাল পাশা, মনিরুল ইসলাম মনির, সংগঠনের কোষাধ্যক্ষ এমডি রহমান মুকুট, ইভেন্ট কমিটির আহ্বায়ক তালুকদার সাামিম সবুজ, সদস্য সচিব নাফিউস সাদিকপ্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া মাহফিল পরিচালনা করেন।
বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্য ধারনে উদ্দিপ্ত হবে।
অনুষ্ঠানে বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোসাইটির নের্তৃবৃন্দকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান। তারা বগুড়া সোসাইটি ইউএসএ’র কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডে অর্থ প্রদানকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল ও কবরস্থানের জায়গা ক্রয়ের ফান্ডরেজিং
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৮:৫১ এএম



প্রবাস রিলেটেড নিউজ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন