নিউইর্য়কের কুইন্সের তাজমহল রেষ্টুরেন্ট ও পার্টি হলে স্যোশাল মিডিয়া- ফেসবুকের কুইন বীস্‌ নামক গ্রুপের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ রিউনিয়ন পার্টি। গত ২১মে শনিবার আয়োজিত অনুষ্ঠানে নিউ ইর্য়ক ছাড়াও আশেপাশের ষ্ট্রেট থেকে আগত সব সদস্যদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। গ্রুপ এডমিনরা বলেন -গ্রুপের সদস্যদের একত্রিত করে সুন্দর সময় কাটানোই ছিলো এই আয়োজনের উদ্দেশ্য।

ঈদ রিউনিয়নের শুভ সূচনা করা হয় গ্রুপ সদস্যদের অংশগ্রহনে মনোমুগ্ধকর র‌্যাম্প শো এর মাধ্যমে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা ও তানজীম আহমেদ সজীব। ফ্যাশন শোতে অংশগ্রহণ করে মাজেদ ডিজেয়ারের মাজেদ লোদী ও তার গ্রুপ। নৃত্য পরিবেশন করে দিনা ও নিমা, গেইম শো তে অংশগ্রহণ করে গ্রুপ সদস্যরা। অনুষ্ঠানে ঈদ ফটো প্রতিযোগিতায় বিজয়ী হন মারিয়া নিপা ও সায়েদা আতিকুয়া বাতুল এবং টিকটক প্রতিযোগিতায় বিজয়ী হন মোহনা সায়েদ, সায়মা রহমান ও ফারিয়া চৌধুরী।

কুইন্ বীস্ এর এডমিন - আনিকা তাসনিম, রুমা আহমেদ, তানসুরা হাসি ও নীহা বেবু সকলের সাথে পরিচিত হন। তারা একে একে নিজেদের অনুভূতি প্রকাশ করেন, আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রুপের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ও কথা বলেন। গ্রুপ সদস্যদের সবাইকে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে আগত সদস্যরা নিজেদের অনুভুতির কথা শেয়ার করেন এবং গ্রুপের কার্যক্রমকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে নিজেদের অভিমত প্রকাশ করেন।

ঈদ রিউনিয়ন পার্টির গ্রান্ড স্পন্সর ছিলো আনিকা তাসনিম-ধামাকা ইভেন্টস্ এনওয়াইসি ও সুমনা রিমি- স্টাইল উইথ মি ইউএসএ। এই আয়োজনের আরো যারা স্পন্সর ছিলেন, তারা হচ্ছেন রুপন্তী রুপ -প্রীত এ্যাম্পায়ার ইউএসএ, আরিফা প্রধান-মাই সপ ইউএসএ, দীপক ভার্মা- আম্বা জুয়েলার্স, গিয়াস আহমেদ- ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার, লিপি নাসরিন-লিপিস ফ্যাশন ইউএসএ, জী তানিয়া-জানাস কসমেটিকস্, জলি -আরজে দেশী কালেকশনস্, রুকসার জামান উমা বুটিক ইনক্, নীলুফার ইয়াসমিন-অনলাইন দেশী ক্লথস্ বাই পপি, নিলু চৌধুরী-এলাগ ফ্যাশন, মাহফুজা আক্তার- রীনাস ডিজাইনার কালেকশনস্, তাজনীন সুলতানা মুন- মুনস হেয়ার এন্ড বিউটি, নীহা বেবু- এলিগেন্ট মেকওভার বাই নীহা ইউএসএ, সাবরিনা খন্দকার রিয়া- টিএসফরইউ এনওয়াই ইনক্, শাহ্ নেওয়াজ- গোল্ডেন এইজ হোম কেয়ার ইনক্ এবং সাদিয়া আফরিন আজম-এক্সপার্ট গ্রুপ ইনক।

অনুষ্ঠানে ডিজে রায়হানের একের পর এক চমৎকার পরিবেশনায় অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে, সবাই আসন ছেড়ে নাচতে শুরু। সেই সাথে অনুষ্ঠানকে রঙ্গীন করে তোলে ইভেন্ট ম্যানেজমেন্ট -ধামাকা ইভেন্টস্ এনওয়াইসির সুন্দর সাজ-সজ্জা। স্মৃতির পাতায় ধরে রাখার জন্য ক্লীক ক্লীকের মাধমে ব্যস্ত ছিলেন ফটোগ্রাফার নূরুল ইসলাম রাসেল। সন্ধ্যে ৬টা থেকে শুরু হওয়া মধ্যরাত পর্যন্ত চলা অনুষ্ঠানটিতে সবাই তৃপ্ত মনে ঘরে ফিরেন।

উল্লেখ্য গত ৮ নভেম্বর ২০১৯ এ এই পেইজ স্যোশাল মিডিয়ার ফেসবুকে আত্নপ্রকাশ করে।