মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের প্রথম সচিব ও দূতালয় প্রদান সোহেল পারভেজ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতালয়ের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন দূতালয়ের প্রশাসনিক কর্মকর্তা আ. ছালাম। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এছাড়া দেশ, জাতি এবং মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

এদিন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মালদ্বীপ মদিনার জামাতের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ও হাইকমিশনারের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।