মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরেছেন গুরুতর অসুস্থ প্রবাসী আবুল কায়েস।
শুক্রবার তিনি দেশে ফিরেছেন বলে দূতাবাস এক বার্তায় জানিয়েছে।
বার্তায় বলা হয়, গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী আবুল কায়েসকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।
জানা গেছে, আবুল কায়েস দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার তিনি মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের কিউ২ ৫০২ ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরেছেন।