যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
অভিষেক ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে রোববার ৬ এপ্রিল নিউইয়র্কের এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের একটি রেস্টুরেন্টের পার্টি হলে নবনির্বাচিত ও বর্তমান কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন ও হারুনুর রশীদ তালুকদার, নবনির্বাচিত কমিটির সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল , সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, সালিক আহমদ, মো. মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
সভায় সবার সম্মতিতে নবনির্বাচিত কমিটির শপথ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ মে উডসাইডের কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এসোসিয়েশনের বার্ষিক পিকনিক আগামী ১৩ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এসব অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
প্রসঙ্গত, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল ও প্রার্থী না থাকায় খসরু-সুয়েব পরিষদের ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ এপ্রিল নির্বাচিত ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
৫ মে কুলাউড়া এসোসিয়েশনের নবনির্বাচিতদের অভিষেক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী