যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর শুরু হচ্ছে ২৪ মে। চার দিনব্যাপী মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশের বাংলাভাষী কবি-লেখক-সম্পাদকেরা যোগ দেবেন। মেলায় বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
বইমেলার আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন গত মঙ্গলবার (১৪ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে। বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় সাংবাদিকসহ অন্তত ৬০ জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এবারের বইমেলায় বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সংগীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। বইমেলা সামনে রেখে চলছে গানের মহড়া।
মতবিনিময় সভায় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপাসন ড. নুরুন নবী ও কো-চেয়ারপারসন নিনি ওয়াহিদ।আয়োজকেরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব। তা ছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।
বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউইয়র্ক বইমেলায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা আফজাল হোসেন প্রমুখ।
নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে
প্রকাশিত: ২০ মে, ২০২৪, ০৪:০৬ পিএম

.jpeg)

প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী