ফ্রান্সে বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান শুভ বুদ্ধ পূর্ণিমা দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় সম্পন্ন হয়েছে।
রবিবার ১০ জুলাই ফ্রান্সের প্যারিসের প্যালেস টু টরসির একটা হলরুমে ফ্রান্স - বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৯ টায় অষ্টপরিষ্কার সহ সংঘদানে সভাপতিত্ব করবেন ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু রাংকুট বনাশ্রমের অধ্যক্ষ ভদন্ত কে শ্রী জ্যোতিসেন থের, দেশক ছিলেন ভদন্ত আনন্দ ভিক্ষু , ভদন্ত চন্দ্রজ্যোতি ভিক্ষু। সঞ্চালনা করেন ভদন্ত বিজয়ানন্দ থের।
বিকেলে গুণীজন সম্মাননা ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। আশীর্বাদক ছিলেন ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের। ফ্রান্স - বাংলাদেশ বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের সভাপতি ভদন্ত প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভদন্ত চিতাকারু ভিক্ষু, ভদন্ত উ কুমারা ছেয়াদ প্রধান ধর্ম দেশক হিসেবে ভার্চুয়াল যুক্ত হন মহাবোধি সোসাইটি ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান বিদ্যাবারিধি ভদন্ত ড. বরসম্মোধি মহাথের, সম্মানিত অতিথি ছিলেন জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে, ফ্রান্সস্থ মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাথের, ফ্রান্সস্থ বুদ্ধ গয়া ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত কল্যাণ রত্ন ভিক্ষু , ফ্রান্সস্থ কুশলায়ন বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু দেশনা করেন । পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ফ্রান্সিস , পাতাবেন্দি কুসুমান।
স্বাগত বক্তব্য রাখেন সুনিল বড়ুয়া সানি , উদ্বোধনী বক্তব্য রাখেন বিধান বড়ুয়া , শুভেচ্ছা বক্তব্য রাখেন দেবেশ বড়ুয়া, দিপংকর বড়ুয়ায়, শিবু বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন পরমানন্দ বড়ুয়া।
সঞ্চালনায় ছিলেন সেবক বড়ুয়া, উন্নয়ন বড়ুয়া, ।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।