নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মেয়র এরিক এডামস। মঙ্গলবার রাতে বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমদের লং আইল্যান্ডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মেয়র এরিক এডামসকে বাংলাদেশি কমিউনিটির ভালো বন্ধু আখ্যা দেন কমিউনিটির নেতারা। তাকে আবারও সিটি মেয়র পদে নির্বাচিত করার আহবান জানান তারা।
টাইম টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
গিয়াস আহমেদ ও তার পরিবারের আমন্ত্রনে মেয়রের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মাকসুদুল হক চৌধুরী।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মেয়র এরিক এডামস
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৩ এএম



প্রবাস রিলেটেড নিউজ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন