নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন, বিএসিসি এবং রোটারি ক্লাব অব প্রমিজ’র উদ্যোগে ফ্রি শীত বস্ত্র, খাবার এবং টার্কি বিতরণ করা হয়েছে। গত ১৯ নভেম্বর রোববার ব্রঙ্কসের পার্কচেষ্টার এলাকায় ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব সামগ্রী বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএসিসি‘র সভাপতি ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার সংগঠন আয়োজক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন খলিল ফুডের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান, বিএসিসি‘র সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর অব অপারেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টর রেক্সোনা মজুমদার, ব্রঙ্কসের এসিসটেন্ট ডিষ্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, নজরুল ভূইয়া, ফাহমিদা চৌধুরী প্রমুখ।
এ সময় ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন কমিউনিটির মাঝে বিতরণ করেছে বিপুল পরিমান শীত বস্ত্র, খাবার ও টার্কি। ওইদিন দুপুর ২:৪৫ টা থেকে ৪ টা পর্যন্ত এসব সামগ্রী মানুষের হাতে হাতে তুলে দেন সংগঠনগুলোর কর্মকর্তারা।
নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন-বিএসিসি-রোটারি ক্লাব অব প্রমিজ’র উদ্যোগে ফ্রি শীত বস্ত্র, খাবার ও টার্কি বিতরণ
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩১ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন