নিউইয়র্ক: নিউইয়র্কে লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। ১৯ আগষ্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করে মেলায় সবার প্রসংশা কুড়িয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা।এই মেলার কনভেনর ছিলেন গিয়াস আহমেদ ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন আসেফ বারী টুটুল। সদস্য সচিব হিসেবে কাজ করেন রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর ছিলেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপনায় ছিলেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।
মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড,স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।
নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম



প্রবাস রিলেটেড নিউজ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন