নিউইয়র্ক: দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখার্জী নিউইয়র্কে আসছেন। গ্যালাক্সী মিডিয়া আগামী ২৬ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকার মেরী লুইস একাডেমী মিলনায়তনে আয়োজন করতে যাচ্ছে মিউজিক্যাল নাইট উইথ মিতালী মুখার্জী এন্ড বাদশা বুলবুল। “এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও” “ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়” “যেটুকু সময় তুমি থাকো পাশে” সহ শত শত জনপ্রিয় গান গেয়ে নব্বই দশকে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে রাখতেন বাদশা বুলবুল।



সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া “এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই” “দুই পয়সার আলতা” ছবির এই গানটি ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। মিতালী মুখার্জীরশিক্ষাজীবনের শুরু ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে। ময়মনসিংহের মুমিনুন্নিসা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করার পর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের গুজরাটের মহারাজা সায়াজী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে অধ্যয়ন করতে যান এবং সেখান থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণের সাথে সাথে গোল্ড মেডেলও লাভ করেন। তিনি বারোদা এবং আহমেদাবাদ এর রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন এবং গুজরাটের বিভিন্ন শহরে কনসার্টে অংশগ্রহণ করতেন।
এরপর তিনি এমফিল করতে চলে যান মুম্বাই। সেখানে মুম্বাই দূরদর্শন এবং মুম্বাই রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।নিয়মিত কনসার্টে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি বাংলাদেশের চলচিত্রের জন্যও প্রচুর গান করেছেন। বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ভারতে পড়ালেখা করাকালীন সময়ে পরিচিত হন খ্যাতিমান গজলশিল্পী ভুপিন্দর সিংয়ের সঙ্গে। ১৯৮৩ সালে বিয়ের পর ভারতেই স্থায়ী হন।
গ্যালাক্সী মিডিয়ার কর্নধার বদরুদ্দোজা সাগর বলেন- রুচির দূর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে শুদ্ধ পরিবেশনায় উপস্থাপন করতে গ্যালাক্সী মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জীর মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিসিলা এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আরটিভি ও ঠিকানা।
সুস্থ্য সংগীত চর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। জানার জন্য (929) 538-7903 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
অনলাইনে টিকেটের জন্য: https://galaxymediaus.com/events-details/