নিউইয়র্ক: নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। গত ৯ জুলাই রোববার নিউইয়র্ক সিটির অদূরে ক্রোটন পয়েন্ট পার্কে ছায়া সুনিবিডড় এক মনোমুগ্ধকর পরিবেশে বৃষ্টি¯œাত ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। আমন্ত্রিত অতিথিসহ প্রবাসী শেরপুরবাসীরা খেলাধুলা, সুস্বাদু খাবারসহ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রাণভরে।
এদিন সকাল ১১টায় রঙিন বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম।
সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রিয়েলটর ইনভেস্টও নুরুল আজিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহফুজুল হক (মার্কস হোম কেয়ার) ও কাওরান বাজার সুপার মার্কেটের কর্ণধার মো. ইলিয়াস খান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সুব্রত সাহা লিপন, সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তারুজ্জান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ শহিদুল আলম শাহীন, ইভেন্ট কমিটির সদস্য সচিব মোঃ আল আমিন, সদস্য মোঃ লিটন জামান প্রমুখ। বনভোজনে সাবিক সহযোগীতায় ছিলেন মোঃ ফারুক মিয়া, গৌতম চক্রবর্তী, আশরাফুল আলম, নাহিদ, সোহাগ, রেখা বেগম ডলি, স্বপ্নাসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রবাসী শেরপুরবাসী, সংগঠনের সদস্যসহ কমিউনিটির নের্তৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে পার্কের প্যাভিলিয়ানে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে বিভিন্ন খেলাধূলা ও সুস্বাদু বাঙালী খাবার।
অপুর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ক্রোটন পয়েন্ট পার্কের চমৎকার পরিবেশে দিনব্যাপি বনভোজনের বিভিন্ন খেলা-ধূলা শুরু হলেও হঠাৎ মুষূল ধারায় বৃষ্টি শুরু হলে পরবর্তী কার্যক্রম পার্কের সুবিশাল প্যাভিলিয়ানে অব্যাহত রাখা হয়।
বনভোজনের নানা কর্মসুচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল খেলা-ধুলা। নাইচ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় ছেলে-মেয়েদের তিনটি গ্রুপে দৌড় প্রতিযোগীতাসহ অন্যান্য ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা।
বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল স্বামী-স্ত্রী কাপল গেম, মহিলাদের বালিশ বর্জন, র্যাফেল ড্র।
র্যাফেল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। র্যাফল ড্রতে ছিল প্রথম পুরস্কার এয়ার টিকেট, ২য় পুরস্কার সোনার চেইন, ৩য় পুরস্কার সোনার চেইন, ৪র্থ পুরস্কার ৫৫” স্মার্ট টিভি, ৫ম পুরস্কার ল্যাপটপসহ ছিল মোট ২৭টি পুরস্কার।
বিভিন্ন খেলা-ধূলা শেষে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এ ব্যতিক্রমী আয়োজনে সুস্বাদু খাবারে সকলকে আপ্যায়িত করা হয়। শিল্পীদের অনবদ্য পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
সবশেষে ছিল র্যাফেল ড্র। খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সস্পন্ন হয় জমজমাট এ বনভোজনের কার্যক্রম। অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। বনভোজনে যোগ দেয়া শিশুদেরও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
বনভোজনের আর্থিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট রিয়েলটর ইনভেস্টর নুরুল আজিম, কুইন্স সোসাল এডাল্ট ডে কেয়ার সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, এটর্নি মঈন চৌধুরী, কাওরান বাজার সুপার মার্কেট সিইও ইলিয়াছ খান, নিউইয়ক সিটির মেয়রের দক্ষিন এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কমিউনিটি এক্টিভিস্ট এ কে এম রফিকুল ইসলাম ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, লায়ন হাসান জিলানী, সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ. বিশিষ্ট ব্যবসায়ী বাংলা ট্রাভেল্স সিইও বেলায়েত হোসেন, ষ্টারলিং ফার্মেসী, ডাঃ হায়দার আহমেদ এমডি, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেম, সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখন, লিয়াকত আলী সিপিএ, জান্নাত রহমান তারামনি, বিসমিল্লাহ লাইভ পোল্টি ফার্ম সিইও আব্দুস সালাম ভুঁইয়া, ক্রেডিট কোর সিইও মোঃ আবুল কাশেম, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তারুজ্জামান, উপদেষ্টা মোঃ সারোয়ার আলম, বিশ্ব বাংলা ২৪ টিভি সাংবাদিক আলিম খান আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী এইচএম জামিল, বিশিষ্ট ব্যবসায়ী খামার বাডী সিইও কামরুল ইসলাম কামরুল, সংগঠনের মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াছমিন, রেখা জামান ডলি, মোবাইল রিপেয়ারিং সিইও মোঃ রহমান স্বপন, সংগঠনের উপদেষ্টা মোঃ হামিদুর রহমান।
অতিথি ও সদস্যরা প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ বনভোজন উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান। এই আয়োজনটি যেন প্রচন্ড খরায় এক পশলা বৃষ্টির পরশ বুলিয়ে দিয়ছে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী শেরপুরবাসীর মনে।
সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখন এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শেরপুরবাসীর কল্যাণে সংগঠনটি আরও নিবেদিতভাবে কাজ করে যাবে। তারা আগামী বছরের বার্ষিক বনভোজনের আগাম আমন্ত্রণও জানান সবাইকে।
নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র বর্ণাঢ্য বনভোজন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৭ এএম



প্রবাস রিলেটেড নিউজ

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ২৮-২৯ জুন

সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

বাংলাাদেশে মানবাধিকার সুৃরক্ষায় ট্রাম্পের হস্তক্ষেপ কামনা ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন