NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

মোদির রসিকতায় সমালোচনার ঝড়


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪৭ পিএম

মোদির রসিকতায় সমালোচনার ঝড়

আত্মহত্যা কি রসিকতার বিষয়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য নিয়ে দেশটির অধিকাংশ বিরোধী দল এবং নাগরিক সমাজের বড় অংশ এই প্রশ্নই তুলছে। 

রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে তৃণমূল-আপ-শিবসেনা-এসপি-আরজেডি— সকলেরই দাবি, প্রধানমন্ত্রী হয়ে আত্মহত্যার মতো ভয়াবহ বিষয়কে নিয়ে হাসিঠাট্টা করা খুবই অসংবেদনশীলতার পরিচয়।

গত বুধবার এক অনুষ্ঠানের একটি অংশে মোদি একটি কৌতুক বলেন। কৌতুকের মূল বিষয় ছিল- এক অধ্যাপকের মেয়ে সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই নোট যখন অধ্যাপক বাবার চোখে পড়ল, তিনি বানান ভুল ধরতে ব্যস্ত রইলেন। 

এ নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক বিরোধী দল। তাদের বক্তব্য, আত্মহত্যা তথা মানসিক স্বাস্থ্য নিয়ে দেশবাসীর সামনে তামাশা করলে অত্যন্ত ভুল বার্তা যায় বলেই তাদের অভিযোগ। বিশেষত ভারতের মতো দেশে, যেখানে আত্মহত্যার পরিসংখ্যান রীতিমতো শিউরে ওঠার মতো। 

প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, অবসাদ-আত্মহত্যা, বিশেষ করে যুবসমাজের মধ্যে, কোনো ভাবেই হাসির ব্যাপার নয়। প্রধানমন্ত্রী নিজে এবং প্রধানমন্ত্রীর কথা শুনে যারা হো হো করে হাসলেন, তারা বরং নিজেদের একটু শিক্ষিত করুন। মানসিক স্বাস্থ্য নিয়ে অসংবেদনশীল, অসুস্থ মশকরা না করে সচেতনতা বাড়ান। 

রাহুল গান্ধী হিন্দিতে লিখেছেন, হাজার হাজার পরিবার আত্মহত্যার জেরে তাদের সন্তান হারিয়েছে। তাদের নিয়ে মজা করা ঠিক নয়। 

তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে টুইট করা হয়েছে, উনি ভারতের প্রধানমন্ত্রী! মিস্টার নরেন্দ্র মোদি মানসিক স্বাস্থ্য আর আত্মহত্যাকে হেয় করে মজা করছেন! মাননীয় প্রধানমন্ত্রী, ২০১৭ সালে ভারতে আত্মহত্যার সংখ্যা ছিল এক লক্ষ ২৯ হাজার ৮৮৭। সেটা বেড়ে ২০১২-এ হয়েছে এক লক্ষ ৬৪ হাজার ৩৩ জন। এটা কঠোর বাস্তব, হাসির কথা নয়। 

সরব হয়েছেন নেটিজেনরাও। তাদের অনেকেরই মতে, কেন এমন কৌতুকের প্রয়োজন হলো, তা স্পষ্ট নয়। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, সেই জগতের লোকজনও যথেষ্ট ক্ষুব্ধ গোটা ঘটনায়। 

নীলাঞ্জনা সান্যাল নামে একজন মনোবিদ বলেন, আত্মহত্যা নিয়ে রসিকতা করলে নিজের কাছে নিজেরই লজ্জা হওয়া উচিত। এমন রসিকতা কুরুচিকর, ছিটেফোঁটা সংবেদনশীলতারও অভাব রয়েছে এখানে। 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক উপল চক্রবর্তীর কথায়, প্রধানমন্ত্রীর মতো এক জন ক্ষমতাবান ব্যক্তি সমাজের একটা বিপন্ন অংশকে নিয়ে রসিকতা করছেন, সেটা খুবই নিষ্ঠুর। কী নিয়ে ঠাট্টা করা যায় আর যায় না, প্রধানমন্ত্রীর মতো লোকের তা ভাবা উচিত।