NYC Sightseeing Pass
Logo
logo

রণবীরের মাকেই কি জবাব দিলেন ক্যাটরিনার মা?


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৭:৪১ পিএম

রণবীরের মাকেই কি জবাব দিলেন ক্যাটরিনার মা?

রণবীর কাপুরের মা নীতু কাপুরের একটি পোস্ট বেশ আলোড়ন ফেলেছে। কাকে উদ্দেশ্য করে তিনি এ পোস্ট দিয়েছিলেন তা পরিষ্কার নয় তবে ধরে নেওয়া হচ্ছে যে রণবীরের প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফকে উদ্দেশ্য করেই লেখা হয়েছিল পোস্টটি।  

এবার ক্যাটরিনার মা আবার একটি রহস্যঘেরা পোস্ট করলেন, যা পড়ে অনেকেরই মনে হলো, এটি নীতুর পোস্টের জবাব।  

কী লিখেছিলেন ঋষি-পত্নী? নাম না করেই তার বক্তব্য ছিল, সাত বছর সে তোমার সঙ্গে সম্পর্কে ছিল মানে এই নয় যে, সে তোমাকেই বিয়ে করবে। আমার কাকা ছ’বছর ডাক্তারি পড়েছিলেন, এখন তিনি ডিজে (ডিস্ক জকি)। 

আর ক্যাটরিনার মা যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন- আমি বাড়ির পরিচর্যাকারী এক জন মানুষ আর কোনো সংস্থার প্রধানকে সমান মর্যাদা দেওয়ার শিক্ষা পেয়েছি। 

আর এতেই অনেকে ধারণা করছেন নীতুর পোস্টের জবাবেই এ পোস্ট করেছেন  ক্যাটরিনার মা।