NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিজের সেরা অস্ত্রই এখন ‘প্রতিপক্ষ’ বাবরের


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:১৪ এএম

>
নিজের সেরা অস্ত্রই এখন ‘প্রতিপক্ষ’ বাবরের

বর্তমান সময়ে বিশ্বের তারকা পেসারদের একজন শাহিন আফ্রিদি। পাকিস্তান দলের হয়ে যখন এই পেসার খেলেন তখন অধিনায়কের বড় ভরসা হয়ে উঠেন তিনি। দলের অধিনায়ক বাবর আজমও গুরুত্বপূর্ণ সময় শাহিনকে বোলিংয়ে এনে প্রতিপক্ষ দলকে ভড়কে দেওয়ার চেষ্টা করেন। তবে এবার বাবর নিজেই পড়েছেন বড় এক চাপে। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) রোববার শাহিনের লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবরের পেশোয়ার জালমি। এই ম্যাচের আগে পাক অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, লাহোরের অধিনায়কের বল কী করে সামলাবেন? জবাবে বাবর বলেছেন, ‘আমি কি কাঁদতে কাঁদতে ওর কাছে যাব! কী করব, খেলতে তো হবেই!’ 

শাহিন-বাবর লড়াই দেখতে মুখিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও। বাবর বলেছেন, ‘শাহিন বা লাহোরের বিরুদ্ধে আমরা সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। শাহিন যে ধরনের বোলার এবং এখন যে ছন্দে রয়েছে, তাতে এই মুহূর্তে ওই পাকিস্তানের সেরা বোলার। প্রতিদিন উন্নতি করছে শাহিন। ওর বল খেলা সব সময় চ্যালেঞ্জের। ভাল খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। সেরা বোলারের বিরুদ্ধে খেলার অনুভূতি অন্য রকম। যদিও অনেক সময়ই শাহিন আমাকে সমস্যায় ফেলে।’

পাকিস্তানের এই অধিনায়ক আরো বলছেন, ‘আমাদের প্রতিযোগিতা মাঠের মধ্যে। বাইরে আমরা একসঙ্গে সময় কাটাই। আড্ডা, রসিকতা চলে আমাদের মধ্যে। আবার মাঠে লড়াইয়ে কেউ কাউকে ছাড়ি না। পিএসএলে মুহম্মদ রিজ়ওয়ান, শাদাব খান, হাসান আলি সবার বিরুদ্ধেই খেলতে হচ্ছে। পাকিস্তানের হয়ে আমরা একসঙ্গে খেলি। সব সময় আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি।'