NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

তেল সঙ্কট জার্মানির কাছে অবস্থান স্পষ্ট করলো ভারত


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৫১ পিএম

>
তেল সঙ্কট জার্মানির কাছে অবস্থান স্পষ্ট করলো ভারত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে তৈরি হওয়া অপরিশোধিত তেল সঙ্কট নিয়ে কথা বলেছে ভারত এবং জার্মানি। হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের মধ্যে আলোচনা হয়।  

রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে পশ্চিমের নিষেধাজ্ঞা নিয়ে মোদি সরকারের নেওয়া কড়া অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখেই কথা বলেছেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, রাশিয়ার তেল নিয়ে ভারতের বাধ্যবাধকতার দিকটি জার্মানি বুঝেছে। আমি আশা করবো ইউরোপের প্রচারমাধ্যমও তা বুঝবে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া থেকে যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে, তা দশটি দেশের আমদানির তুলনায় বেশি। 

এই জয়শঙ্করই একবার বলেছিলেন, ইউরোপ একটি বিকেলে যত তেল রাশিয়া থেকে আমদানি করে ভারত তা করে গোটা মাসে। 

রাশিয়াকে আর্থিকভাবে কোণঠাসা করে যুদ্ধ বন্ধ করার কৌশলে জি-৭ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলো সে দেশ থেকে তেল আমদানিতে বড় রকমের নিষেধাজ্ঞা আনছে। ভারতও যাতে এ কৌশলে যোগ দেয়, সে জন্য চলছে দফায় দফায় কূটনৈতিক দৌত্য।

এখনও পর্যন্ত অপেক্ষাকৃত সস্তায় ভারত অপরিশোধিত তেল কিনছে মস্কো থেকে। 

জয়শঙ্করের কথায়, শক্তির উত্স যখন সীমাবদ্ধ, তখন ইউরোপ এক রকম ভাবে চলবে আর ভারতকে অন্য রকম উপদেশ দেবে, এটা হতে পারে না। 

রাশিয়া পরিস্থিতির পাশাপাশি দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলো তথা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও। জয়শঙ্কর বলেন, পাকিস্তান, আফগানিস্তান নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলেছি। পাকিস্তানকে আমরা দ্বিপাক্ষিক বিষয়গুলোতে সংযুক্ত করি, কিন্তু সন্ত্রাস চললে কথা এগোনো যায় না। জার্মানি বিষয়টি বুঝেছে। 

চীন প্রসঙ্গে সরব হয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, গোটা অঞ্চলই দেখেছে যে, সাম্প্রতিক সময়ে চীন কী ভাবে বদলে গেছে। আমরা নতুন ভারত-প্রশান্ত মহাসাগরীয় নীতি তৈরি করছি, সেখানে চীনের ভূমিকাকে নতুন করে দেখা হবে।