NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

রিচা-আলির বিয়ে ঘিরে বলিউডে উৎসবের আমেজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

>
রিচা-আলির বিয়ে ঘিরে বলিউডে উৎসবের আমেজ

বলিউডে আবার বেজেছে বিয়ের সানাই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিনেত্রী রিচা চাড্ডা আর অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠান। ৭ অক্টোবর পর্যন্ত চলবে। 

রিচা-আলির বিয়ে, প্রাক্‌-বিয়ে নিয়ে উত্তেজনা কম ছিল না মানুষের। তারাও কোনো লুকোচুরি করেননি। সোশ্যাল সাইটে মাঝে মাঝে নিজেদের ছবি আপলোড করতেন তারা।   

এমনই একটি ছবি পোস্ট করে রিচা লিখেছেন, আমার চোখে তোমায় লুকিয়ে রাখব। 

রিচা-আলির মেহেন্দির অনুষ্ঠান হয়েছে নয়াদিল্লিতে। তারকা এই জুটির বিয়ের আগের অনুষ্ঠানের ছবি ইতোমধ্যেই দেখা গেছে। দিল্লিতে রাজকীয়ভাবে হয়েছে তাদের বিয়ের আগের অনুষ্ঠান। এখন মুম্বাইয়ে রিসিপশনের অপেক্ষা।