NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতে গেল ১০ ওভারে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতে গেল ১০ ওভারে

বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পরবর্তী পাকিস্তান ক্রিকেটটা কেমন চলবে তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে গেলো আজ ক্রাইস্টচার্চে। নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে খুবই বাজেভাবে শুরু করলো নতুন পাকিস্তান।

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ১০.১ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক কিউইরা। সিরিজে এগিয়ে গেল তারা ১-০ ব্যবধানে।

 

আইপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় নিউজিল্যান্ড এবার পাকিস্তানের বিপক্ষে দলের সব সেরা ক্রিকেটারকে একসঙ্গে পায়নি। প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল ব্রেসওয়েল। এই দলটির সামনে একটুও প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানিরা।

গত বছরও নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো পাকিস্তান। ওই সিরিজের শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ১৩৫ রানের জবাবে ৯২ রানে অলআউট হয়েছিলো পাকিস্তানিরা।

 

এক বছর পর একই ভেন্যুতে সেই ৯২ রান করেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। অর্থ্যাৎ, নতুন চেহারায় আসলেও পাকিস্তান দলে আসলে কোনো পরিবর্তনই হয়নি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও জ্যাকব ডাফির আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। দু’জন ভাগ করে নেন ৭ উইকেট।

৩.৪ ওভারে ১৪ রান দিয়ে জ্যাকব ডাফি নেন ৪ উইকেট। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন জেমিসন। ইস সোধি ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। ব্রেসওয়েল সবচেয়ে বেশি, ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ৩ ওভারে ১১ রান দিয়ে জাকারি ফকস নেন ১ উইকেট।

 

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে মিডল অর্ডার খুশদিল শাহ-এর ব্যাট থেকে। ১৮ রান করেন নতুন অধিনায়ক সালমান আগা। ১৭ রান করেন জানদাদ খান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। দুই ওপেনার সবচেয়ে বেশি হতাশ করলেন। মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ- দু’জনের কেউই রানের কাথা খুলতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯১ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার টিম সেইফার্টের উইকেট হারাতে হয়েছিলো শুধু কিউইদের। আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৪৪ রান করে।

 

ফিন অ্যালেন ও টিম রবিনসন অপরাজিত থেকে ১০.১ ওভারেই নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭ বলে ২৯ রানে ফিন অ্যালেন এবং ১৫ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।