NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কোথায়

গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সেরা ছয়ে থাকতে পারেনি বাংলাদেশ। যে কারণে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

আজ শুক্রবার সেই বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি। এ পর্বে অংশগ্রহণ করবে ৬টি দল। এর মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলছে নারী চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়।

 

৯ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ১৫ ম্যাচের এ বাছাইপর্বের সবগুলো খেলাই হবে পাকিস্তানের লাহোরের দুটি স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড।

 

বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিপক্ষে। নিগার সুলতানাদের বাকি ম্যাচগুলো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ১৩, ১৫, ১৭ ও ১৯ এপ্রিল।

দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচ বেলা আড়াইটায়। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। রবিন লিগের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল যাবে টুর্নামেন্টের মূল পর্বে।

 

উল্লেখ্য, বিশ্বকাপের মূল পর্বে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে।