এসি মিলান না ফেয়েনুর্দ। প্রথম লেগ জেতায় শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ে আপাতত এগিয়ে ডাচ জায়ান্টরা। তবে ফিরতি ম্যাচটা সান সিরোয় বলে আশায় বুক বাঁধতে পারে মিলান সমর্থকরাও। নিজ মাঠে অন্তত ১-০ গোলে জিততে পারলেও তো লড়াইটা তারা নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে।
খবর প্রকাশিত: ০২ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম
এসি মিলান না ফেয়েনুর্দ। প্রথম লেগ জেতায় শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ে আপাতত এগিয়ে ডাচ জায়ান্টরা। তবে ফিরতি ম্যাচটা সান সিরোয় বলে আশায় বুক বাঁধতে পারে মিলান সমর্থকরাও। নিজ মাঠে অন্তত ১-০ গোলে জিততে পারলেও তো লড়াইটা তারা নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে।
বায়ার্ন মিউনিখের সামনে অঙ্কটা একদম সরল। অ্যালেয়াঞ্জ অ্যারেনায় স্কটিশ প্রতিপক্ষ সেল্টিকের সঙ্গে ড্র করলেও তারা পৌঁছে যাবে শেষ ষোলোয়। প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে থাকার পাশাপাশি তাদের জন্য স্বস্তির খবর নিজ মাঠের গৌরবান্বিত সোনালিও অতীতও।
প্লে-অফের ম্যাচে নিজ মাঠে বেনফিকা আতিথ্য দেবে মোনাকোকে।