১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।
‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ নামে একটি সংগঠন। সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন।