NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

ম্যাচ শেষে সংঘর্ষ, চার লাল কার্ড এবং লিভারপুলের ড্র


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৫ পিএম

ম্যাচ শেষে সংঘর্ষ, চার লাল কার্ড এবং লিভারপুলের ড্র

মার্সিসাইড ডার্বিতে হতাশাই উপহার দিল লিভারপুল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করলো আরনে স্লটের শিষ্যরা।

কিন্তু ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো ম্যাচ শেষের ঘটনায়। দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।

 

গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এভার্টন এবং লিভারপুলের ম্যাচটি। কিন্তু ঝড়ের কারণে ম্যাচটি তখন অনুষ্ঠিত হতে পারেনি। এরপর সেই ম্যাচটি এবার মাঠে গড়াল। কিন্তু ঘটনাবহুল এই ম্যাচে ২টি পয়েন্ট হারানোর পাশাপাশি কোচ-সহকারী কোচসহ তিনজনের লাল কার্ড নিয়ে ফিরে আসতে হয়েছে লিভারপুলকে।

ড্র’য়ের ফলে শীর্ষস্থান হারাতে হয়নি লিভারপুলকে। তবে যে ব্যবধানটা ৯ পয়েন্টের করে নিতে পারতো, সেটা এখন দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। ২৪ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৫৭। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে এভার্টন।

 

ম্যাচ শেষ হওয়ার পর রেফারি মিকায়েল অলিভারের সঙ্গে তর্কে জড়ান লিভারপুল কোচ আরনে স্লট এবং সিপকে হালশপ। দু’জনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।

এভারটনের মাঠে মাত্র ১১ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন বেতো। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৬ মিনিটে সালাহর দারুণ এক অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টার।

 

সালাহর এই গোলের পর লিভারপুল যখন জয়ের অপেক্ষায় তখন অল রেডদের বড় ধাক্কা দেয় এভারটন। একেবারে শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) গোল করেন তারকোফস্কি। ভিএআর বেশ সময় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেই গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এরপর ম্যাচ শেষে অবশ্য দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষেও জড়িয়ে পড়েন।