NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২২ পিএম

জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াইও

এবারের মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের স্বস্তি নেই আসলে। থাকবে কী করে? সমান ম্যাচে ৪৯ ও ৪৮ পয়েন্টে যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।

চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা জমেছে ইউরোপের অন্য শীর্ষ চার লিগেও।

অবশ্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আর লিগ আঁতে পিএসজি প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে গেছে। তবে বাকি দুই- প্রিমিয়ার লিগ ও সিরি আঁতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই জমে ক্ষীর হয়েছে।

 

তবে দলের বাইরে ব্যক্তিগত লড়াইটা আরো জমে উঠেছে। আর তা হচ্ছে- শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াই।

অর্ধেকের একটু বেশি মৌসুম শেষে কোনো লিগেই এককভাবে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেননি স্ট্রাইকাররা। শুধু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ছাড়া। ২১ গোল নিয়ে শীর্ষে থাকা কেইন অবশ্য এই স্বস্তি পেতে পারতেন না যদি ওমর মারমুশ দলবদলের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে যোগ না দিতেন। যাওয়ার আগে আইনট্রাখট ফ্রাংকফুর্টের হয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি।
 

 

বাকি চার লিগেই স্ট্রাইকারদের ইঁদুর-বিড়াল দৌড় চলছেই। চলুন, দেখে নেওয়া যাক শীর্ষ ৫ লিগের গোলদাতাদের তালিকা-

                                     প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম        ক্লাব        গোল
মোহাম্মদ সালাহ            লিভারপুল         ২১
আর্লিং হালান্ড                  ম্যানচেস্টার সিটি      ১৯

আলেক্সজান্ডার ইসাক 

ক্রিস উড 

       নিউক্যাসল 

            নটিংহাম ফরেস্ট

    ১৭

 

লা লিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম        ক্লাব     গোল
রবার্ট লেভানডফস্কি         বার্সেলোনা      ১৯
কিলিয়ান এমবাপ্পে           রিয়াল মাদ্রিদ      ১৬
রাফিনিয়া     বার্সেলোনা     ১৩

 

বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম               ক্লাব     গোল
হ্যারি কেইন         বায়ার্ন মিউনিখ      ২১
ওমর মারমুশ          ফ্রাংকফুর্ট (বর্তমান ম্যানসিটি)      ১৫
প্যাট্রিক শিক          লেভারকুসেন     ১৪

 

সিরি আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম            ক্লাব       গোল
মাতেও রেতেগুই     আতালান্তা     ২০
ময়েইস কিন      ফিওরেন্টিনা    ১৫
মার্কাস থুরাম      ইন্টার মিলান     ১৩


     লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা (শীর্ষ ৩)

নাম             ক্লাব     গোল
ওসমান দেম্বেলে     পিএসজি    ১৬
ম্যাসন গ্রিনউড     মার্শেই   ১৩
জোনাথন ডেভিড       লিলে    ১২