NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৭ পিএম

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে  বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে-র সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেরা চারে আগেই উত্তীর্ণ হয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।

গতকাল বৃহস্পতিবার বার্সার একপেশে জয় সম্ভব হয়েছে ফরোয়ার্ড ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে। মাত্র ৩০ মিনিটে হ্যাটট্রিক করে বার্সাকে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে বিশাল জয় এনে দিয়েছেন তিনি।

 

বলা যায়, এদিন ঘরের ছেলের হাতেই বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। কেননা এই তোরেসের জন্ম ফয়েস নামে ভ্যালেন্সিয়ার একটি পৌরসভায়। ক্যারিয়ারও তিনি শুরু করেন ভ্যালেন্সিয়ার হয়ে। অর্থাৎ নিজ শহর ও শৈশবের ক্লাবের বিপক্ষেই নিজের বিধ্বংসী রূপ দেখালেন তোরেস।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে মাস্তেলা স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাকে থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন তোরেস। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসার পর সেটি গোলে পরিণত করেন ২৪ বছর বয়সী তরুণ।

 

মাত্র ৫ মিনিট পর ফারমিন লোপেজ আরও একটি কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটে বক্সের প্রান্ত থেকে চমৎকার এক শটে বার্সাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

বিরতির পর বার্সা আক্রমণের গতি কিছুটা কমালেও ৫৯তম মিনিটে ইয়ামাল পঞ্চম গোলটি করেন। ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কি বল হাতে রাখতে ব্যর্থ হয়ে জালের ভেতরে পাঠিয়ে দেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই সপ্তাহের মধ্যে বার্সেলোনার দ্বিতীয় বড় জয় এটি। এর আগে তারা লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়া বর্তমানে লিগ টেবিলের নিচ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই করছে।

 

টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে তোরেস বলেন, ‘পিচের বাইরে আমি ভ্যালেন্সিয়ার একজন সাধারণ ভক্ত। আমার শৈশবের ক্লাবকে এমন অবস্থায় দেখতে কষ্ট লাগে। আমি তাদের শুভকামনা জানাই।’

আগামী বুধবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।