NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ এএম

ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানইউ

শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিতই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবুও রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের (এফসিএসবি) মুখোমুখি হয়েছিলো আমোরিমের শিষ্যরা একটা শঙ্কা মাথায় নিয়েই। যদি কোনোভাব পা হড়কে যায়, তাহলে হয়তো প্লে-অফে চলে যেতে হবে। সরাসরি শেষ ষোলোয় ওঠা হবে না।

তবে খুব শঙ্কার কিছু আর ঘটেনি। স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে ০-২ গোলে জয় নিয়ে ফিরে এসেছে রেড ডেভিলরা। দিয়েগো দায়ত এবং কোবি মাইনুর গোলে সেরা তিনে থেকেই ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানইউ।

 

বুধবার রাতের মত বৃহস্পতিবারও ১৮ ম্যাচের ম্যারাথন এইট রাত শেষ করেছে ইউরোপিয়ান ফুটবল। সে সঙ্গে শেষ হয়েছে ইউরোপা লিগের লিগ পর্ব।

লিভারপুলের ভাগ্য বরণ করতে করতে হয়েছে ইতালিয়ান ক্লাব ল্যাজিওকে। লিভারপুল যেমন টানা ৭ ম্যাচ জিতে শেষ ম্যাচে এসে হারলো, তেমনি আগের সাত ম্যাচে অপরাজিত থাকা ল্যাজিও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। ১-০ গোলে হেরে গেছে ব্রাগার কাছে। তবে এই হারেও ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেই শেষ ষোলোয় গেছে ইতালিয়ান ক্লাবটি।

 

স্টুয়া বুখারেস্টের মাঠে গিয়ে প্রথমার্ধে কোনো গোলও করতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথমে গোল করেন দিয়াগো দায়ত এবং ৮ মিনিট পর ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেছেন কোবি মাইনু। এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড।

সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহামও। এলফসবোর্গের বিপক্ষে টটেনহাম জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম শেষ করেছে চার নম্বরে থেকে।

ইউনাইটেড ও টটেনহামকে পেছনে ফেলে দুই নম্বরে থেকে শেষ ষোলোয় গেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। ভিক্টোরিয়া প্লজেনকে ৩-১ গোলে হারানোর পর তাদেরও পয়েন্ট ল্যাজিওর সমান ১৯; কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকতে হলো দলটিকে।

 

ইউরোপের বেশ কিছু সেরা ক্লাব সরাসরি শেষ ষোলোর টিকিট পায়নি। তাদেরকে খেলতে হবে প্লে-অফ। যেখানে রয়েছে এএস রোমা, আয়াক্স, রিয়াল সোসিয়েদাদ ও পোর্তোর মতো ক্লাব।