NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

প্রথম ফুটবলার হিসেবে ৭০০তম জয় রোনালদোর


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৪ এএম

প্রথম ফুটবলার হিসেবে ৭০০তম জয় রোনালদোর

সৌদি প্রো লিগে আরও একটি ম্যাচ হয়তো শিরোপাহীন থাকতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কারণ, মৌসুমের শুরুতেই কয়েকটি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিলো আল হিলাল এবং আল ইত্তিহাদ থেকে। এখন একের পর এক ম্যাচ জিতে এই দুই ক্লাবের পেছন পেছন ছুটছে আল নাসর।

বৃহস্পতিবার রাতে প্রো লিগে আল রায়েদের মাঠে গিয়ে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে নাসর। এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইলো নাসর।

 

আল নাসরের জয়ে অবদান ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। ৩৫ মিনিটে রোনালদোর গোলেই প্রথম এগিযে যায় আল নাসর। এরপর ৪৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নওয়াফ বোউসাল। ৭৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন আমির সাইয়ুদ।

এ নিয়ে ক্যারিয়ারে ৯২১তম গোল করলেন পর্তুগিজ এই তারকা। আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে করলেন ৮৫তম গোল।

 

আল নাসরের এই জয়ে বিরল এক রেকর্ড গড়লেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় পেলেন সিআর সেভেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন আল নাসরের এই পর্তুগিজ তারকা।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। ওই ক্লাবের হয়ে জেতেন ১৩ ম্যাচ। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তিনি জিতেছেন ২১৪ ম্যাচ।

এরপর স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়ালের হয়ে দারুণ সব অর্জনের পথে রোনালদো জিতেছেন ৩১৬ ম্যাচ। ২০১৮ সালে রিয়াল ছেড়ে তিনি যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে জয়ের সংখ্যা ৯১ ম্যাচে।

 

বর্তমান ক্লাব আল নাসরের হয়ে তার জয় ৬৬ ম্যাচে। সব মিলিয়ে রোনালদো জিতলেন ৭০০ ক্লাব ম্যাচ। এখন পর্যন্ত আর কোনো ফুটবলারই ক্লাবের হয়ে ৭০০ ম্যাচ জেতার মাইলফলক স্পর্শ করতে পারেনি।

কোন ক্লাবের হয় রোনালদোর কত জয়

 

স্পোর্টিং লিসবন: ১৩
ম্যানচেস্টার ইউনাইটেড: ২১৪
রিয়াল মাদ্রিদ: ৩১৬
জুভেন্টাস: ৯১
আল নাসর: ৬৬