NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

রেকর্ড রানের ম্যাচে ক্যারিবীয়দের কাছে হার বাংলাদেশের মেয়েদের


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ পিএম

রেকর্ড রানের ম্যাচে ক্যারিবীয়দের কাছে হার বাংলাদেশের মেয়েদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। এবার টাইগ্রিসদের টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয় মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ মঙ্গলবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেট ও ১৯ বলে হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয় ২৮৯। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার কোনো টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

 

বাংলাদেশের হয়ে ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা। শারমিন আক্তার ৪১ বলে ৩৭, সুবহানা মোস্তারি ২১ বলে ২২ ও দিলারা ১১ বলে ১২ রান করেন।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন অধিনায়ক হ্যালি ম্যাথিউজ। দেন্দ্রা দোতিন খেলেন ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। এই দুই ফিফটিতেই নিজেদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এছাড়া ওপেনার কিয়ানা জোসেফের অবদান ২১ বলে ২৯ রানের।