NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৯ এএম

স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত

অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ভারত। ভারতকে অলআউট করার পথে মূল ভূমিকা ছিল মিচেল স্টার্কের। নিয়েছেন  ৪৮ রানে ৬ উইকেট। 

দিনের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডাব্লিউতে আউট করেই শুরু, শেষটা করেছেন নীতিশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে।

মাঝখানে আউট করেছেন রাহুল, কোহলি, অশ্বিন ও হার্ষিত রানাকে। 

 

স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট। এদিন আরেক রেকর্ড করেন এই পেসার।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ তিনবার ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। 

 

দুই উইকেট করে নিয়েছেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের বদলি হিসেবে মাঠে নেমে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন বোল্যান্ড। শুবমান গিল ও রোহিত শর্মা দুইজেনকেই এলবিডবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

 

 

ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নীতিশ রেড্ডি। ৩৭ রান আসে রাহুলের ব্যাট থেকে।