NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৫ এএম

ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে বিস্তারিত জানানো হবে।

 

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি ইসকনের সাবেক নেতা।


 

ইসকনের কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে  বলেন, ‘শুনেছি চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয়েছে।

তবে কারা নিয়েছে সে বিষয়ে আমরা স্পষ্ট না।’

 

তিনি আরো বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।