বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আনশুল কাম্বোজ। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হরিয়ানার পেসার।
ইতিহাস গড়ার হাতছানি নিয়েই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আনশুল।
খবর প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:৫৮ পিএম
বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আনশুল কাম্বোজ। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হরিয়ানার পেসার।
ইতিহাস গড়ার হাতছানি নিয়েই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আনশুল।
আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) ও রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরাম (১৯৮৫-৮৬ মৌসুম) । আর সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ষষ্ঠ ভারতীয় বোলার। বাকি তিনজন হচ্ছেন- লেগ স্পিনার সুভাষ গুপ্তে, পেসার দেবাশিষ মোহান্তি ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে।
১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেন ভারতের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলেল আগে পরে আরও দুই বোলার এই কীর্তি গড়েছেন।