NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

হিজবুল্লাহর ৭ স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৩ এএম

হিজবুল্লাহর ৭ স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বৃহস্পতিবার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের শহরতলিজুড়ে দুই দফায় পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যুর পর এই হামলায় নতুন করে চাপের মুখে পড়েছে হিজবুল্লাহ। 

অবশ্য সুপারমার্কেট, রাস্তা ও শেষকৃত্য অনুষ্ঠানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। কিন্তু নজিরবিহীন হামলা চালানোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে দুই দিনে দুই শিশুসহ ৩৭ জন নিহত এবং দুই হাজার ৯০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

 

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী এলাকায় রাতভর ছয়টি অবকাঠামো এবং একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালানোর কথা জানিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সিও দক্ষিণের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলা ও গোলাবর্ষণের খবর দিয়েছে।

লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বুধবার বলেছিলেন, যুদ্ধের নতুন পর্ব শুরু করেছে তার দেশ।

ইসরায়েলের একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে লেবাননে এই বিস্ফোরণের পর নিজেদের উত্তরাঞ্চল তথা লেবানন সীমান্তে ফের সেনাবাহিনীর একটি ডিভিশন মোতায়েন করেছে ইসরায়েল।

 

লেবাননে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘যোগাযোগের যন্ত্রগুলোকে বিস্ফোরিত করার যুক্তি হলো, একটি বড় সামরিক অভিযানের আগের ‘প্রি-এমপটিভ স্ট্রাইক’। ‘প্রি-এমপটিভ স্ট্রাইক’ বা আক্রমণ প্রতিপক্ষকে দুর্বল করার উদ্দেশ্যে করা হয়। উদাহরণস্বরূপ তারা কোনো ক্ষতি করার আগেই তাদের অস্ত্র ধ্বংস করে ফেলা।

 

এদিকে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ মাস ধরে চলমান আন্ত সীমান্ত যুদ্ধের কারণে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা এরই মধ্যে বাড়ছে। হিজবুল্লাহ হলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হামাসকে সমর্থনে হিজবুল্লাহ ও ইসরায়েল প্রায় প্রতিদিন আন্ত সীমান্ত সংঘর্ষে জড়াচ্ছে। এতে দুই পক্ষেরই অনেকে নিহত হয়েছে। সীমান্তের উভয় পাশের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

 

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাউ হাবিব বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর নির্লজ্জ হামলা একটি বিপজ্জনক ঘটনা, যা বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিতে পারে। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলের ‘প্রযুক্তিগত যুদ্ধের’ বিরোধিতার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।