বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা।
শনিবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দেওয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সব সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাম্প্রতিক বন্যা বেশ কয়েকটি জেলা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার লোককে বাস্তুচ্যুত করেছে এবং অবকাঠামো ও কৃষির ব্যাপক ক্ষতি করেছে।