NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

হাতুরাসিংহেকে সরিয়ে দিতে চান নতুন সভাপতি ফারুক


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৭ পিএম

হাতুরাসিংহেকে সরিয়ে দিতে চান নতুন সভাপতি ফারুক

বাংলাদেশের কোচ হিসেবে চন্দিকা হাতুরাসিংহেকে দেখতে চান না, এমনটা অনেকবারই জানিয়েছেন ফারুক আহমেদ। সেই পুরনো কথা আবারও বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

আজ বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়ার পর ফারুক জানিয়েছেন, আমি আগের সিদ্ধান্তেই অটল আছি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে তিনি বলেছেন, ‘চন্দিকা হাতুরাসিংহের চুক্তি কত দিন আমি আসলে জানি না।

তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাতুরার বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চেয়ে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব।’

 

হাতুরাসিংহের বিষয়ে অন্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন ফারুক।

তবে শ্রীলঙ্কান কোচকে যে তিনি সরাতে বদ্ধপরিকর তার কথায় সেটাই ফুটে উঠেছে। সাবেক অধিনায়ক বলেছেন, ‘এরপর বাকিদের সঙ্গে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেব। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’

 

কোচের পদ থেকে সরিয়ে দিলে তার কোনো সমস্যা নেই বলে দুই দিন আগে জানিয়েছেন হাতুরাসিংহেও।

রাওয়ালপিন্ডিতে গত সোমবার সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’