NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

নিউ ইয়র্কে ‘নষ্ট’ খাবার দেওয়ায় জরুরি বিমান অবতরণ


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ১০:৫৩ এএম

নিউ ইয়র্কে  ‘নষ্ট’ খাবার দেওয়ায় জরুরি বিমান অবতরণ

নিউ ইয়র্কে ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ‘নষ্ট’ খাবার দেওয়ায় জরুরি অবতরণের জন্য বাধ্য করেছিলেন যাত্রীরা। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নিউ ইয়র্ক পোস্টের মতে, ডেট্রয়িট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টার আগে ডেলটা এয়ারলাইনসের এ৩৩০ ফ্লাইটটি ছেড়ে যায়। ফ্লাইটটিতে ২৭৭ জন যাত্রী ছিল।

পরবর্তীতে মূল কেবিনের খাবারের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় ফ্লাইটটিকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়।

 

ফ্লাইটরাডার২৪ এর তথ্য মতে, খাবার নষ্টের বিষয়টি সামনে আসার সময় ডেলটার ওই ফ্লাইটটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে ফরাসি দ্বীপপুঞ্জ সেইন্ট পিয়েরে ও মিকেলনের ওপর ছিল। পরবর্তীতে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ক্রু ফ্লাইটটি অবতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে এয়ারলাইনসটি কিভাবে নষ্ট খাবার সনাক্ত করা হয়েছিল তা প্রকাশ্যে আনেনি।

এমনকি ২৭৭ জন যাত্রীর মধ্যে কতজন খাবার খেয়েছিল বা কোনো যাত্রী নষ্ট খাবার খাওয়ায় কোনো সমস্যা হয়েছে কি না, এমন কোনো তথ্য দেয়নি।

 

পরে ফ্লাইটটি ৩ জুলাই ভোর ৪টায় নিরাপদে জেএফকে বিমানবন্দরে অবতরণ করে। এসময় ১২ জন যাত্রীকে পরীক্ষা করা হয়। কিন্তু তারা চিকিৎসা বা হাসপাতালে যেতে অস্বীকৃতি জানায়।

নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট ইউএসএ টুডেকে এ তথ্য জানায়।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডেলটা এয়ারলাইনস এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে।

এক বিবৃতিতে ডেলটা এয়ারলাইনস এ তথ্য নিশ্চিত করে বলেছে, ‘ডেলটা এয়ারলাইনসের ফ্লাইটটি ডেট্রয়েট থেকে আমস্টারডাম যাচ্ছিল। কিন্তু ফ্লাইটের মূল কেবিনের খাবারের একটি অংশ নষ্ট হওয়ায় বুধবার ভোররাতে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।’

‘মেডিক্যাল সদস্যরা ফ্লাইটের যাত্রী ও ক্রুদের কোনো সমস্যা হয়েছে কি না তা জানতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

ডেলটার খাবার বিশ্লেষকরা সরবরাহকারীদের নষ্ট খাবারগুলো আলাদা করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে। ডেলটা এমন সেবার জন্য পরিচিত নয়। আমরা আমাদের যাত্রীদের কাছে অসুবিধা ও ভ্রমণে বিলম্বের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’