গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে মর্যাদাপূর্ণ সনদ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলোর উন্নত মান বজায় রাখার পাশাপাশি যাত্রী, বিমান এবং পণ্যগুলির নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য ইউএস-বাংলা গতকাল সোমবার (১৭ জুন) এই স্বীকৃতি পেয়েছে।
ইউএস-বাংলা দেশের বেসরকারি বিমানসংস্থাগুলোর মধ্যে প্রথম আইএসএজিও সনদ পেল।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের অধীনে নিবন্ধিত হয়েছে, যা প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার এবং ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট এবং কার্গো এবং মেইল হ্যান্ডলিংয়ের মতো বিষয়গুলো কাভার করে।