NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

রুশ সেনাদের অবস্থান জানতে নাগরিকদের দ্বারস্থ ইউক্রেন


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১০ এএম

রুশ সেনাদের অবস্থান জানতে নাগরিকদের দ্বারস্থ ইউক্রেন

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান জানতে নাগরিকদের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দখলে চলে যাওয়া একটি গুরুত্বপূর্ণ এলাকার নাগরিকদের কাছে মস্কোর সৈন্যরা কোথায় বাস করছে এবং স্থানীয় জনগণের মধ্যে কারা দখলকারীদেরকে সহযোগিতা করছে তা প্রকাশ করার জন্য শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে ।

ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের দেয়া ওই বিবৃতিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এনারহোদার এবং আশেপাশের লোকদের লক্ষ্য করে এই আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনীয় এই শহরটিতে পূর্ব ইউরোপের এই দেশটির একটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

রয়টার্স বলছে, শনিবার দেয়া ওই বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘দয়া করে জরুরিভিত্তিতে দখলদার সৈন্যদের ঘাঁটি এবং তাদের আবাসিক ঠিকানা ... এবং কমান্ডিং স্টাফদের আবাসস্থলের সঠিক অবস্থান আমাদেরকে জানান।’

এমনকি স্থানীয় ইউক্রেনীয়দের মধ্যে কারা রুশ সেনাদের সহযোগিতা করছে সেটিরও বিস্তারিত বিবরণ জানানোর আহ্বান জানিয়েছে কিয়েভ। একইসঙ্গে ইউক্রেনীয়দের মধ্যে কারা রুশ সেনাদের সঙ্গে বসবাস ও কাজ করছে এবং দখলকারীদের প্রতি ‘সহানুভূতিশীল’ ব্যক্তিদেরও ঠিকানা জানানোর আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স বলছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সামরিক অভিযান শুরুর পর মার্চের শুরুতে এনারহোদার শহর দখল করে রাশিয়া। এরপর মে মাসে শহরটিতে রাশিয়া-নিযুক্ত প্রধান একটি বিস্ফোরণে আহত হন। ক্রেমলিন সেটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে।

এছাড়া জুন মাসে দক্ষিণ খেরসন অঞ্চলে একজন রুশপন্থি কর্মকর্তা একটি বিস্ফোরণে নিহত হন বলে রুশ বার্তাসংস্থা আরআইএ জানায়। একই মাসের শুরুতে ওই অঞ্চলের পেনাল সার্ভিসের প্রধানকে তার গাড়ির কাছে বোমা বিস্ফোরণের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতিতে ইউক্রেনের ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এনারহোদারে রাশিয়ান সামরিক সরঞ্জামগুলো যেসেব রুট ব্যবহার করছে সেগুলোও জানাতে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে।

রাশিয়ার বিষয়ে তথ্য জানাতে নাগরিকরা হয় কল করতে পারে বা হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে তাদের তথ্য সরবরাহ করতে পারে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আসুন, একসঙ্গে দখলদারদের আমাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেই!’

রয়টার্স বলছে, যুদ্ধ-পূর্ব এনারহোদার শহরের জনসংখ্যা ছিল ৫০ হাজারেরও বেশি। অনেক বাসিন্দা শহরের কাছাকাছি দু’টি পাওয়ার প্ল্যান্টে কাজ করে থাকেন। যার মধ্যে একটি হচ্ছে জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র, যা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।