NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নিল কন্যাশিশু


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১০:৫৩ এএম

ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নিল কন্যাশিশু

গাজা শহরের রাফায় ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে, তবে তার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়েছে। ইসরায়েলি ওই হামলায় ১৯ জন নিহত হন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরো জানায়, দুটি বাড়িতে হামলা হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ শিশু রয়েছে।

ওই হামলায় দুই নারীও নিহত হন।

 

সদ্য জন্ম নেওয়া কন্যাশিশুটির মায়ের নাম সাবরিন আল-সাকানি। তিনি ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। প্রথম বাড়িতে ইসরায়েলি হামলায় সাকানি, তার স্বামী আহমেদ জাওদা এবং তাদের আরেক কন্যা মালাক নিহত হন।

এই হামলার পর অস্ত্রোপচার করে নিহত মায়ের পেটে থাকা সন্তানকে বাঁচিয়েছেন রাফাহর কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা।

 

শিশুটির চাচা রামি আল-শেখ জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল ‘রুহ’। যার বাংলা অর্থ আত্মা। তিনি বলেন, ‘বোন আসছে ভেবে খুবই খুশি ছিল মালাক।

’ শিশুটির ওজন ১.৪ কেজি (৩.০৯ পাউন্ড) এবং একটি জরুরি সি-সেকশনের মাধ্যমে কন্যাশিশুটির জন্ম হয়। চিকিৎসক মোহাম্মদ সালামা জানিয়েছেন, শিশুটির অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শিশুটিকে অন্য একটি শিশুর সঙ্গে রাফাহ হাসপাতালের একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। তার বুকে টেপে লেখা ‘শহীদ সাবরীন আল-সাকানির শিশু।’ 

 

শিশুটি তিন থেকে চার সপ্তাহ হাসপাতালে থাকবে বলে জানিয়েছেন চিকিৎসক সালামা।

এরপর শিশুটিকে তার পরিবার, ফুপু, চাচা না দাদা-দাদী, কার কাছে দেওয়া যায় সেটি দেখা হবে। যদিও শিশুটি বেঁচে গেছে। কিন্তু তার জন্ম হয়েছে এতিম অবস্থায়, যা সবচেয়ে দুঃখজনক বিষয়।

 

রাফাহতে হতাহতের বিষয়ে জানতে চাইলে একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, ‘সশস্ত্র যোদ্ধাসহ বিভিন্ন জঙ্গি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে।’ সাকার আবদেল আল নামে এক ফিলিস্তিনি ব্যক্তি বলেছেন, ‘আপনি কি নিহতদের মধ্যে একজনও পুরুষ দেখেছেন?’ তিনি বলেন, ‘সবাই নারী ও শিশু। আমার স্ত্রী, সন্তান এবং সকলের সঙ্গে আমার সম্পূর্ণ পরিচয় মুছে ফেলা হয়েছে।’ নিহতদের মধ্যে তার পরিবারও ছিল।  

মোহাম্মদ আল-বেহাইরি বলেছেন, তার মেয়ে এবং নাতি এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তিনি বলেন, “এটা খুব কষ্টের অনুভূতি, আমাদের কান্না করার শক্তিও নেই। আমাদের কী অনুভূতি হওয়া উচিত? আপনি যখন আপনার সন্তানদের হারাবেন, আপনি যখন আপনার প্রিয়জনদের হারাবেন, তখন আপনার অনুভূতি কেমন হবে?” গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবমতে, ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।