NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন

যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দুইবার টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা মৃত্যুর আগে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

 

ব্রডওয়ে প্রোডাকশন (মঞ্চ নাটক) ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মূল চরিত্র আনিতা কিংবা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’র নামভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মুখপাত্র মার্লে ফ্রিমার্ক বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমাদের প্রিয় ব্রডওয়ে আইকন চিটা রিভেরা মারা গেছেন। তার সঙ্গে আমার বন্ধুত্ব ৪০ বছরের বেশি সময়ের।’

কিছু দিন আগেই চিটা রিভেরার জন্মদিন ছিল।

ওই সময় তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার প্রায়শ মনে হতো, আমাদের দুটি জীবন থাকা উচিত; একটি চেষ্টা করে দেখার জন্য, আরেকটি-আগামীতে কী আসছে, তা জানার জন্য।’

 

চিটা রিভেরার পুরো নাম ডলোরেস কনচিটা ফিগুয়েরা দেল রিভেরো অ্যান্ডারসন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৫০ সালে মঞ্চনাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়।

 

পরবর্তীতে তাকে দেখা গেছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘শিকাগো’, ‘দ্য রিঙ্ক’, ‘বাই বাই বার্ডি’, ‘মার্লিন’, ‘জেরিস গার্লস’সহ বহু থিয়েটার প্রযোজনায়। এছাড়া চিটা রিভেরা কাজ করেছেন ‘সুইট চ্যারিটি’, ‘টিক টিক…বুম!’ ইত্যাদি সিনেমায়।

চিটা রিভেরা যুক্তরাষ্ট্রের থিয়েটার শিল্পে মর্যাদাপূর্ণ পুরস্কার টনি অ্যাওয়ার্ড পেয়েছেন দুইবার। এছাড়া দুটি ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড, একটি ড্রামা লিগ অ্যাওয়ার্ড, প্রথম লাতিন তারকা হিসেবে কেনেডি সেন্টার সম্মান ও ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেছেন। এছাড়া ২০১৮ সালে তাকে টনি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও প্রদান করা হয়েছিল।