NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ এএম

বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন অভিনেত্রী পূজা

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বড়সড় এক দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন। বাড়িতে আগুন লেগে গিয়েছিল অভিনেত্রীর। তবে তাঁর ও পরিবারের কারো ক্ষতি হয়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

অভিনেত্রী জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বাড়িতে। বড়সড় কোনো ক্ষতি হয়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পূজা ও তাঁর পরিবার।

 

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, ‘একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের অশেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।’

পূজার এই পোস্ট দেখে ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের উদ্বেগের কথা। অভিনত্রেী ও তাঁর পরিবার সন্তুষ্ট আছেন, এতে স্বস্তি প্রকাশ করছেন সবাই। 

 

গত ২ জানুয়ারি পূজার আসন্ন চলচ্চিত্র ক্যাবারেটের কলাকুশলীদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায় এবং উৎসব মুখোপাধ্যায় অভিনীত পিরিয়ড ড্রামা ক্যাবারেট প্রথম লুকেই বাজিমাত করেছে। ছয়ের এবং সাতের দশকের আঙ্গিকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে এটি।

ক্যাবারেট ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে। আর নকশাল জঙ্গির ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য। তাঁর চরিত্রের নাম স্বরূপ। একটি প্রত্যন্ত গ্রামের এক অল্পবয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারেট নৃত্যশিল্পীর মুকুটপ্রাপ্তির গল্প বলবে আড্ডা টাইমসের ক্যাবারেট।

 

ছয় ও সাতের দশকের সমসাময়িক প্রেম, উগ্র রাজনীতি, সামাজিক স্তরবিন্যাস, শ্রেণিসংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে তৈরি হয়েছে ক্যাবারেটের গল্প। এই চরিত্রে অভিনয় করে পূজা বলেন, ‘আমি সব সময় মিস এলিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। ক্যাবারেটে খুব সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি খুব কম সুযোগ পেয়েছি। মিস এলিনার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে। ক্যাবারেট মুক্তির পর সেগুলো সবাই দেখতে পাবে।’

টলিউডের একসময়ের ব্যস্ত অভিনেত্রী পূজা অনেক দিন বড় পর্দা থেকে দূরেই ছিলেন। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন পূজা। এবার ক্যাবারেট ড্যান্সার হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন টলিউডের হট অ্যান্ড বোল্ড বিউটি পূজা ব্যানার্জি। ক্যাবারেট নর্তকি চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে ক্যাবারেট।