NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

যাদের হাতে উঠল ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৪, ০৭:০০ পিএম

যাদের হাতে উঠল ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’

অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।’ রবিবার (১৪ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে হলিউডের সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের জমকালো ২৯তমআসর আয়োজিত হয়। আর এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ জয়জয়কার গত বছরের অন্যতম হিট চলচ্চিত্র ‘ওপেনহাইমার’-এর।

সদ্যই গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে ৫টি পুরস্কার জিতে দাপট দেখিয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।

’ এবার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডেও সেরা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার।’ সেরা পরিচালকের পুরস্কার দখল করেছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান।

 

1
বাঁ থেকে রেড কার্পেটে কুইন্টা ব্রানসন, এমিলি ব্লান্ট,জেনিফার অ্যানিস্টন এবং পেড্রো পাসকেল

এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার্স’ অভিনেতা প্রথমবারের মতো এই পুরস্কার পেলেন।

সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ‘ওপেনহাইমার’ থেকে রবার্ট ডাউনি জুনিয়র। ‘পুর থিংস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। 

 

এ বছর ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ  ড্রামা সিরিজে সেরার পুরস্কার জিতেছে ‘সাকসেশন।’ সেরা কমেডি চলচ্চিত্রের পুরস্কার জিতে মার্গট রবির ‘বার্বি।

’ সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা ভাইন জয় র‍্যানডলফ। ‘দ্য হোল্ডওভার্স’-এ দারুণ অভিনয় করে নজর কেড়েছেন র‍্যানডলফ। 

 

এ বছর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল।’ ‘ওপেনহাইমার’ থেকে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার ঘরে তুলেছেন হতে ভ্যান হতেমা। সেরা এডিটিং এর পুরস্কার জিতেছেন ‘ওপেনহাইমার’ থেকে জেনিফার লেম।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স।’

 

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।’ লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বিমানবন্দরের বার্কার হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে এ বছরের ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’। টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন অভিনেত্রী-কমেডিয়ান চেলসি হ্যান্ডলার।