NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা

বছর শুরুতেই আমির খানের বাড়ি বিয়ের সাজে সেজে উঠছিল। গত ৩ জানুয়ারি বিয়ে করেছেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো।

 
বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরার স্বামী নূপুর শিখরের সাজ নিয়ে। তাঁর সাজে ছিল অন্যরকম চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠেছিলেন তিনি!

 

বরের পোশাকে এমন অপ্রত্যাশিত চমক কেন? সমালোচনা কম শুনতে হয়নি আমির-কন্যাকে।

 
এত দিন পর নিজের সাজপোশাক নিয়ে মুখ খুললেন আমিরের জামাই।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইরা ও নূপুরের আইনি বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর বিবরণীতেই লুকিয়ে আছে নূপুরের উত্তর। পেশায় ফিটনেস প্রশিক্ষক নূপুর।

 
শরীরচর্চা তাঁর জীবনযাপনের অংশ নয় শুধু , তাঁর পরিচয়েরও একটা বড় অংশ। তা ছাড়াও, সম্পর্কের শুরুর দিক থেকেই নাকি দৌড়াতে দৌড়াতেই ইরার সঙ্গে দেখা করতে যেতেন নূপুর। তাই ইরার সঙ্গে নিজের বিয়ের দিনের সেই স্মৃতিকে আরও এক বার স্মরণ করে রাখতেই ঘোড়ায় চড়ে নয়, আট কিলোমিটার দৌড়ে বিয়ের মঞ্চে এসে পৌঁছেছিলেন আমির জামাতা। দৌড়নোর সময় তো আর শেরওয়ানি পরা যায় না, তাই গেঞ্জি ও শর্টসই পরেছেন তিনি।

 

মুম্বাইয়ে আইনি বিয়ের পর উদয়পুরে সাবেকি রীতিতে বিয়ে করছেন ইরা ও নূপুর।

 
ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন বর, কনে, আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্ত। আসতে শুরু করেছেন যুগলের বন্ধুরাও। উদয়পুরে আজ থেকে আগামী ১০ জানুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ে।