NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

দেরিতে মঞ্চে এসে জনতার রোষানলে মোনালী ঠাকুর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৭ পিএম

দেরিতে মঞ্চে এসে জনতার রোষানলে মোনালী ঠাকুর

বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী মোনালী ঠাকুর একটি উৎসবে গান গাইতে গিয়ে বেশ রোষানলে পড়েছেন ভক্তদের। ঘটনাটি ঘটেছে সোদপুরের পানিহাটি উৎসবে। সেখানেই বৃহস্পতিবার গাইতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যে সময় তাঁর আসার কথা ছিল তার থেকে প্রায় দুই ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে আসেন মোনালী।

 
এদিকে দর্শকদের মধ্যে তখন টানটান উত্তেজনা। ক্রমশ সেই উত্তেজনা রূপ নেয় ক্ষোভ-রাগে। তৈরি হয় জনরোষ। অনুষ্ঠানের সঞ্চালিকা সেই জনরোষের মুখ পড়লেও অল্পের জন্য রেহাই পান মোনালী।
 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শকের মন্তব্য, ‘তারকাদের দেরি হয়। সেটা কিছুটা সময় পর্যন্ত মানাও যায়। কিন্তু তাই বলে দুই থেকে আড়াই ঘণ্টা! একটা সময় এত বিরক্ত লাগছিল যে মেরে ফেলতে ইচ্ছে করছিল।’ 

ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বতি গুহ।

 
এই প্রসঙ্গে তিনিও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। জানিয়েছেন, কীভাবে আর কোন পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে সামাল দিয়েছেন তিনি।

 

1
মোনালী ঠাকুর (পূর্বের ছবি)

নিজের পোস্টে শাশ্বতি গুহ লিখেছেন, ‘গতকাল অনুষ্ঠানের নির্ধারিত সময়ের থেকে দুই ঘন্টা দেরিতে এলেন মোনালী ঠাকুর, একজন সঞ্চালক হিসেবে এই পুরো সময়টা মঞ্চ সামলানো কতটা কঠিন ছিল সে শুধু আমি জানি, আর জানে ২লক্ষ দর্শক বন্ধু। তাদের ভালোবাসা ও গভীর ভর্ৎসনা কাল আমার ভাগ্যে জুটেছে। এবং সেটাই স্বাভাবিক।

 
তারা দেখতে ও শুনতে এসেছেন মোনালীকে অথচ তিনি তখন আমাদের নাগালের অনেক বাইরে। অগত্যা তাদের সব রাগ তখন আমার উপর। একপ্রকার বল পূর্বক আমাকে সহ্য তাদের করতেই হয়েছে। তাই নিয়ে আজ ফেসবুকে অনেকে অনেকরকম কথাও লিখছেন। ভালো ও মন্দ দুটোই।’

 

উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে শাশ্বতি গুহ লিখেছেন, ‘তবে একটা কথা ঠিক, দর্শক বন্ধুরা যত বিরক্তই হোক না কেনো, কোনোরকম অপ্রীতিকর ঘটনা তারা ঘটাননি, যে কোনো মুহূর্তে যেটা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। তার কৃতিত্ব কার প্রাপ্য সেটা আর নাই বা লিখলাম। তবে এতো বছরের শিল্পী জীবনে এক চূড়ান্ত অভিজ্ঞতা হলো গতকাল। দুই লক্ষ দর্শকের সাথে দুই ঘন্টা । জনরোষ তৈরি হচ্ছে আর আমি দিদিগিরি দেখিয়ে ভাঙছি। যাক অবশেষে নির্বিঘ্নে বাড়ি ফিরেছি এটাই বড় প্রাপ্তি। তার জন্য আন্তরিক ধন্যবাদ সকলকে।’ 

সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জনতাকে সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সঞ্চালনার দায়িত্বে থাকা শাশ্বতি গুহ। তবে শেষ পর্যন্ত দেরিতে এসেও মোনালি গান ধরতেই রাগ কমে যায় দর্শত-শ্রোতাদের। দেরি হলেও পারফরম্যান্সে কোনও কমতি রাখেননি মোনালী। মন জয় করেছেন শ্রোতাদের।