আজ ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী ও সমর প্রযুক্তি উদ্যোক্তা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। প্রতিবছর এই দিনেই তাঁর নামে প্রবর্তিত বিশ্বের সবচেয়ে মর্যাদাবান নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্টজনদের হাতে। খনি ও সড়কপথ নির্মাণে বিপ্লব আনা বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে যে বিপুল বিত্তের অধিকারী হয়েছিলেন আলফ্রেড নোবেল সেই অর্থের মুনাফা থেকেই নোবেল পুরস্কারের অর্থের সংস্থান হয়।
সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্ট হাউসে আজ রবিবার সকাল ১০টায় ২০২৩ সালের নোবেল বিজয়ীদের প্রথাগত অভ্যর্থনা জানানোর মাধ্যমে শুরু হবে দিনটি।