NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মার্চ-এপ্রিলে আসবে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন : অর্ণব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০২ এএম

মার্চ-এপ্রিলে আসবে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন : অর্ণব

চলতি বছর শেষ হয়েছে কোক স্টুডির বাংলার দ্বিতীয় সিজন। হাসন রাজার ‘দিলারাম’ গান দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় সিজনটি। এই সিজনের শেষ গানটির সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। গানটিতে কণ্ঠ দিয়েছেন হামিদা বানু।

 
তাঁর সঙ্গে ‘আমায় ধরে রাখো’ অংশটুকু গেয়েছেন অর্ণব। আগামী বছর নতুন সিজন নিয়ে আসছে স্টুডিওটি। এমনটাই জানালেন অর্নব।

 

অর্ণব জানিয়েছেন, ২০২৪ সালের মার্চ-এপ্রিলের দিকেই আসবে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন।

 
সামনে বিস্তারিত আসবে বলেও জানান এই গায়ক।

 

1

২০০৮ সালে কোক স্টুডিও’র যাত্রা শুরু হওয়ার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা (সিএসবি)। শুরু হওয়ার পর থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সঙ্গীত সৃষ্টির মাধ্যমে সঙ্গীত জগতে আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মটি। যুগান্তকারী দুটি সিজনে সিএসবি সঙ্গীত জগতে দিয়েছে নতুন প্রাণের ছোঁয়া, অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছ থেকেই।

 
এখন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের গান প্ল্যাটফর্মটিতে পরিবেশিত হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০০জন শিল্পী, যার মধ্যে আছেন অনিমেষ রায়, হামিদা বানু, আলেয়া বেগম, মুকুল মজুমদার ঈশানসহ অনেক লুকিয়ে থাকা রত্ন। তাদের কারো কারো ক্যারিয়ারই শুরু হয়েছে এর মাধ্যমে। দুই সিজনের ২০টির বেশি গান এবং এসব গানের পেছনে কাজ করা শিল্পীরা যথার্থই সকল প্রশংসার যোগ্য। 

 

কোক স্টুডিও বাংলার গানগুলো সারা পৃথিবীর দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

 
ইউটিউবে সেরা গানের তালিকায় রয়েছে প্রথম সিজনের ‘ভবের পাগল’, ‘বুলবুলি’ ও ‘নাসেক নাসেক’ এবং দ্বিতীয় সিজনের ‘দেওরা’ ও ‘কথা কইয়ো না’। এবার তৃতীয় সিজনের অপেক্ষায় শ্রোতা ও অনুরাগীরা।