NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রক্ত, আগুন ও ড্রাগনের যুদ্ধে ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজনের টিজার প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:২৭ এএম

রক্ত, আগুন ও ড্রাগনের যুদ্ধে ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজনের টিজার প্রকাশ

দর্শকদের কাছে সর্বকালের সেরা টিভি সিরিজ হিসেবে খ্যাত ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’। ২০২২ সালে সিরিজটির প্রথম সিজন প্রকাশিত হওয়ার পর থেকেই এটি ঘিরে দর্শক উন্মাদনার কমতি নেই। প্রথম সিজনেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিরিজটি। জিতে নেয় বছরের এমি, গোল্ডেন গ্লোব পুরস্কারও।

 
এর পর থেকেই এর দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় দর্শকরা। 

 

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। বহুল প্রত্যাশিত ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ, ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজনের প্রথম টিজার উন্মোচন করা হয়েছে। টিজারে এবার ড্রাগনদের মাঝে তুমুল যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।

 
 

 

শনিবার ব্রাজিলের সাও পাওলোতে একটি ফ্যান এক্সপোর সময় এইচবিওর পক্ষ থেকে টিজারটি প্রকাশ করা হয়েছে। 

হাউজ অফ দ্য ড্রাগনের দ্বিতীয় সিজনে টারগেরিয়ান রাজবংশ এবং ওয়েস্টেরসে ক্ষমতার জন্য লড়াই দেখা যাবে। প্রথম সিজনের শেষটা যেমন যুদ্ধের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, দ্বিতীয় সিজনে প্রতিশোধ আর সিংহাসনের লড়াইয়ের সেই রক্তাক্ত শুরুর আভাস পাওয়া গেছে। টিজারে রেইনিস টারগেরিয়ানকে বলতে শোনা যায়, ‘আত্মীয়দের মধ্যে যুদ্ধের মতো এত ঘৃণ্য কোনো যুদ্ধ দেবতাদের কাছে আর নেই।

 
ড্রাগনের যুদ্ধের মতো এত রক্তক্ষয়ী যুদ্ধ আর নেই।’

 

টিজারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মের সময় আসতে চলেছে বহুল প্রত্যাশিত এই সিরিজটির দ্বিতীয় সিজন।

1
‘হাউজ অফ দ্য ড্রাগন’

জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’-এর ওপর ভিত্তি করে ‘হাউজ অফ দ্য ড্রাগন’ হলো মূল সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ২০০ বছর আগের ঘটনা অর্থাৎ প্রিক্যুয়েল। প্রথম সিজন মুক্তির পর এর দর্শকপ্রিয়তা দেখে দ্বিতীয় ও তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা দেয় এইচবিও। রাইটার্স গিল্ড অফ আমেরিকার ধর্মঘট এবং সাগ-আফট্রার অভিনেতাদের ধর্মঘটে বাধাগ্রস্ত হয় সিরিজটি।

 
তবে সব বাধা কাটিয়ে কাজ প্রায় শেষের দিকে।

 

হাউজ অফ দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন আটটি পর্বের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। প্রথম সিজন থেকে দুই পর্ব কম। ইতিমধ্যে সিরিজটি ঘিরে তুমুল হাইপ সৃষ্টি হয়েছে। প্রথম সিজনে মূল ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালক, এমা ডি আর্চি, ম্যাট স্মিথ, অলিভিয়া কুক, পেডি কনসিডাইন, ইভ বেস্ট সহ এক ঝাঁক তারকা। দ্বিতীয় সিজনে নতুন করে যুক্ত হচ্ছেন সাইমন রাসেল বিয়েল, ফ্রেডি ফক্স, গেইল র‌্যাঙ্কিন ও আবুবকর সেলিম।